“মালয়েশিয়া বাংলাদেশি জনশক্তির অন্যতম গন্তব্যস্থল; বাংলাদেশের শ্রমশক্তি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,” বলেন তিনি
Published : 05 Dec 2024, 06:07 PM
সব প্রক্রিয়া শেষ করেও যে ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি, তাদের যাওয়ার সুযোগ করে দিতে দেশটিকে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে অনুরোধ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঢাকায় মালয়েশিয়ার নতুন হাই কমিশনার মো. শোহাদা ওথমান বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার পর এ বিষয়ে কথা বলেন রাষ্ট্রপতি। পরে বঙ্গভবন সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়ে জানায়।
রাষ্ট্রপতি বলেন, “মালয়েশিয়া বাংলাদেশি জনশক্তির অন্যতম গন্তব্যস্থল; বাংলাদেশের শ্রমশক্তি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
“তালিকাভুক্ত যে ১৮ হাজার শ্রমিক নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি, তারা যেন মালয়েশিয়ায় যেতে পারেন সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল।”
চলতি বছর নতুন-পুরাতন বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিমানের টিকেট স্বল্পতাসহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় ১৮ হাজার বাংলাদেশি।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেতে না পারা এই কর্মীদের নিতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ।
গত ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে সেই আহ্বানে সাড়া দেওয়ার ঘোষণাও দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
নতুন হাই কমিশনারের সাক্ষাৎকালে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
তিনি বলেন, “মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। নতুন হাই কমিশনারের দায়িত্ব পালনকালে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।”
মালয়েশিয়াকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ‘দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার’ হিসেবে তুলে ধরে রাষ্ট্রপতি ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার আশা করেন।
মালয়েশিয়ার নতুন হাই কমিশনার দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালানোর কথা বলেন।
নিজের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও আশা করেন শোহাদা ওথমান।
আরও পড়ুন
মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: যাওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার কর্মী
মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: ১৮ জুলাইয়ের মধ্যে না যেতে পারাদের অর্থ ফেরতের নির্দেশ