বিদেশে প্রশিক্ষণ-সেমিনার: বৈদেশিক মুদ্রা ছাড়ে বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 12:32 AM BdST Updated: 23 May 2022 12:32 AM BdST
বিদেশে প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়ার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করা থেকে বিরত থাকতে ব্যাংকগুলোকে নিদের্শনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের গত ১২ ও ১৬ মে এর সার্কুলার মেনে ব্যাংকগুলোকে এসব ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ছাড় করা থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময় ২০১৮ এর নীতিমালা অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধযোগ্য রেজিস্ট্রেশন বা অংশগ্রহণ ফি প্রদানের ক্ষেত্রে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দেশে অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মী, ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য, বাংলাদেশে নিবন্ধিত ও কর্মরত কোম্পানি, ফার্ম, ইনস্টিটিউট, এনজিও যারা বাংলাদেশের আইনের অধীনে পরিচালিত হচ্ছে; তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
গত ১২ ও ১৬ মে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার আদেশ দেয় অর্থ মন্ত্রণালয়। কেন্দ্রীয় ব্যাংকের এ সার্কুলারের পরে এখন তাদের বিপরীতে বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে না ব্যাংক।
বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে অংশগ্রহণ ফি বাবদ ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে।
ভ্রমণ সীমিত করতে কড়াকড়ি আরোপ করার সরকারি পদক্ষেপের অংশ হিসেবে এমন পদক্ষেপ বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
রোববার আরেক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ক্ষেত্রেও বিদেশ ভ্রমণ সীমিত করা হয়।
আরও পড়ুন:
ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা কেন্দ্রীয় ব্যাংকের
বিচারকদের বিদেশ ভ্রমণেও নিয়ন্ত্রণ
কেবল ৩ ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন বাংলাদেশ ব্যাংক কর্মীরা
-
একদিনে যেকোন অঙ্কের রেমিটেন্স পাঠানো যাবে
-
‘গ্যাস সঙ্কট’ বাড়াচ্ছে বিদ্যুতের লোডশেডিং
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
অর্থবছর শেষে রেমিটেন্স কমলো ১৫ শতাংশ
-
সরকারের ব্যয় সাশ্রয়ে গাড়ি কেনা, সভার সম্মানি বন্ধ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
একদিনে যেকোন অঙ্কের রেমিটেন্স পাঠানো যাবে
-
‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
অর্থবছর শেষে রেমিটেন্স কমলো ১৫ শতাংশ
-
সরকারের ব্যয় সাশ্রয়ে গাড়ি কেনা, প্রকল্পের সভার সম্মানী বন্ধ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং