কেবল ৩ ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন বাংলাদেশ ব্যাংক কর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022 12:17 PM BdST Updated: 19 May 2022 12:17 PM BdST
বিদেশি মুদ্রা বাঁচানোর চেষ্টায় সরকারি সিদ্ধান্ত অনুসরণ করে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে চিকিৎসা, নিজস্ব অর্থায়নে হজে যাওয়া এবং আয়োজক সংস্থার পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণ ছাড়া অন্য কোনো কারণে বিদেশে যাওয়ার অনুমতি পাবেন না কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা।
ওই তিন ক্ষেত্র ছাড়া অন্য কোনো কারনে বিদেশে যাওয়ার অনুমতি যারা এর আগে পেয়েছিলেন, তাও বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বুধবার অভ্যন্তরীণ এক সার্কুলারে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
মহামারীর পর ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়েছে বিশ্বের অনেক দেশ। নিত্যপণ্য ও জ্বালানির দাম বাড়ার পাশাপাশি ডলারের বিনিময় হারে দেখা দিয়েছে অস্থিরতা।
এ পরিস্থিতিতে ডলার বাঁচাতে বিলাসপণ্য আমদানিতে লাগাম দেওয়ার পাশাপাশি কৃচ্ছ্রের পথে হাঁটছে সরকার। এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার আদেশ আসে গত ১২ মে।
খোলা বাজারে একশ ছাড়াল, ডলার ‘মিলছে না’ তবুও
উচ্চ শিক্ষা বিভাগ ও ইউজিসি কর্মকর্তাদের অস্ট্রেলিয়া ভ্রমণ বাতিল
বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
এরপর ১৬ মে আরেক সার্কুলারে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণও সীমিত করার আদেশ দেয় অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। পরে বুধবার বিদেশ যাত্রা সীমিত করতে সার্কুলার জারি হয়।
পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতয়ায় সব বৈদেশিক ভ্রমণ সীমিত করার কথা বলা হয়েছে ওই সার্কুলারে।
“পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ ও আংশিক অর্থায়নে সকল প্রকার এক্সপোজার ভিজিট/ স্টাডি ট্যুর এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে।
“নিজস্ব অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা/কর্মচারিদের জরুরি চিকিৎসা এবং পবিত্র হজ্ব পালন ব্যতীত অন্যান্য ভ্রমণের অনুমতি প্রদান করা হবে না।”
আদেশে বলা হয়, “আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, পবিত্র হজ এবং জরুরি চিকিৎসা ব্যতীত বৈদেশিক ভ্রমণের জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা/কর্মচারিদের অনুকূলে ইতোমধ্যে জারিকৃত সকল নির্দেশ ও পত্র বাতিল করা হল।”
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
-
খরচ কমিয়ে সঞ্চয় বাড়ান, পরামর্শ প্রধানমন্ত্রীর
-
বাজেট সহায়তা পেতে আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে