দারিদ্র্যের হার কমেছে

গত অর্থবছরে দেশে দারিদ্র্যের হার এক শতাংশীয় পয়েন্টের বেশি কমে ২১ শতাংশের নিচে নেমেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 05:01 PM
Updated : 17 Dec 2019, 05:01 PM

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাক্কলন অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ, যা আগের অর্থ বছরে ছিল ২১ দশমিক ৮ শতাংশ।

আর হতদরিদ্রের হার ১১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৫ শতাংশে নেমেছে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে এতথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

দারিদ্র্যহার নিয়ে সর্বশেষ প্রতিবেদন একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলে পরিকল্পনামন্ত্রী জানান।

তিনি বলেন, “দারিদ্র্যহার কমার এ প্রবণতায় প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত, তবে আরও বেশি হারে দারিদ্র্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।”

২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপের তথ্যের ওপর ভিত্তি করে মোট দেশজ উৎপদানের (জিডিপি) প্রবৃদ্ধির হিসাবে দারিদ্র্যসীমার সর্বশেষ এ হার প্রাক্কলন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০১৯-২০ অর্থবছরের ১৩তম একনেক সভা অনুষ্ঠিত হয়।

পরে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।