ব্যাংক পরিচালনায় কেন্দ্রের সঙ্গে শাখার সমন্বয় বাড়ানোর পরামর্শ

ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধে ব্যাংক পরিচালনায় কেন্দ্রের সঙ্গে শাখা অফিসের সমন্বয় বৃদ্ধির পরামর্শ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 02:50 PM
Updated : 25 Nov 2018, 02:50 PM

রোববার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনারে এ পরামর্শ দেওয়া হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, “বর্তমানে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের মূল কার্যক্রমের সব সিদ্ধান্ত হেড অফিস নিচ্ছে। এ পদ্ধতিতে ব্যাংক পরিচালনা তুলনামূলক কম খরচ হওয়ায় এবং শাখা পর্যায়ে দুর্নীতি বৃদ্ধির কারণে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রে নিয়ে এসেছে।

“শাখা পর্যায়ে ক্ষমতা কমে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ঋণের পরিমাণও কমে গেছে এবং কেন্দ্র থেকে ঋণ সংশ্লিষ্ট সিদ্ধান্তে অনিয়মের ফলে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে।”

“ব্যাংকিং কার্যক্রমের পরিচালনার জন্য কেন্দ্র ও শাখার মধ্যে সুষ্ঠু সমন্বয় প্রয়োজন,” বলেন সাবেক এই ডেপুটি গভর্নর।

সম্মেলনে ব্যাংকিং খাতের কেন্দ্রীয়করণের প্রভাব তুলে ধরে বিআইবিএমের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহেল মোস্তফা বলেন, “কেন্দ্রীয়করণের ফলে ঋণ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্তে অধিক প্রভাব পড়ছে। হেড অফিস থেকে সিদ্ধান্ত নেওয়ার ফলে ৮৭ শতাংশ ঋণই বড় আকারের, ক্ষুদ্র ঋণগ্রহীতারা বঞ্চিত হচ্ছে। এতে ব্যাংকের খেলাপি ঋণের ঝুঁকি বাড়ায়। কিন্তু শাখা পর্যায়ে ক্ষমতা কিছুটা বাড়িয়ে ঋণ প্রস্তাব অনুমোদনের সুযোগ দিলে খেলাপির ঝুঁকি কমে আসবে।”

সেমিনারে বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, চেয়ার প্রফেসর অধ্যাপক বরকত-এ-খোদা, পরিচালক ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরীন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয়, ভারতের নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক উৎপল কুমার দে, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।