আয়কর পরিশোধের ক্ষেত্রে মাশুল কমাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছিল এনবিআর।
Published : 13 Nov 2024, 08:40 PM
ইন্টারনেট ব্যাংকিং, ডেবিড বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে আয়কর পরিশোধের খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করলে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে ২০ টাকা ফি নেওয়া যাবে। আর ২৫ হাজার টাকার বেশি হলে সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে।
আর এমএফএস বা পিএসপি (লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান) ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা ফি নেওয়া হবে। মূল্য সংযোজন কর (ভ্যাট) এ ফির অন্তর্ভুক্ত।
ফির এই নতুন হার নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক বুধবার দেশের সব ব্যাংক, এমএফএস ও পিএসপিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।
এতদিন ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ১ দশমিক ৬ শতাংশ টাকা কাটা হত গ্রাহকের কাছ থেকে। এমএসএফ এর ক্ষেত্রেও সাধারণ লেনদেন নিয়মে ফি দিতে হত।
কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস/পিএসপির মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে বেশি হারে মাশুল কেটে রাখা হচ্ছে জানিয়ে গত ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে একটি চিঠি পাঠায়। সেখানে ফি কমানোর পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। এর ধারাবাহিকতায় বুধবার নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক।
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশের সব তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
তাদের ক্ষেত্রে পেপার রিটার্ন বা ম্যানুয়াল সিস্টেমে রিটার্ন নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনলাইনে আয়কর দেওয়া আরো সহজ করতে খরচ কমানো হল।