ইআরড’র হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
Published : 23 Jan 2024, 01:31 AM
চলমান ডলার সংকটের মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশি ঋণ ছাড় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ১৭ দশমিক ১৫ শতাংশ। গত জুলাইয়ে প্রতিশ্রুত অর্থ থেকে ৪০ কোটি ৫৭ লাখ ডলার ছাড় করেছে বিভিন্ন উন্নয়ন সহযোগী এবং ঋণদাতা সংস্থা ও দেশ। গত ২০২২-২৩ অর্থবছরের একই মাসে ছাড় হয়েছিল ৪৮ কোটি ৮০ লাখ ডলার; কমেছে ৮ কোটি ৩৭ লাখ ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে ঋণ ছাড়ের বিপরীতে আগের পাওনা থেকে পরিশোধ করা হয়েছে ২৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক মাসে নিট বৈদেশিক মুদ্রা ছাড় হয়েছে ১৫ কোটি ২০ লাখ ডলার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী জুলাইতে ছাড় হওয়া অর্থের পুরোটাই প্রকল্প ঋণ হিসেবে মিলেছে।
এদিকে বিভিন্ন প্রকল্পের জন্য ওই মাসে নতুন করে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ৫৩ লাখ ডলারের। তবে এর পরিমাণ আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ৩৮ লাখ ডলার বেশি। ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসে প্রতিশ্রুতি মিলেছিল মাত্র ১৫ লাখ ডলার।
ইআরডির এক কর্মকর্তা বলেন, বৈদেশিক মুদ্রা ছাড় নির্ভর করে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের ওপর। প্রথম মাসে এডিপি বাস্তবায়ন কম হওয়ায় বিদেশি মুদ্রা ছাড় কম হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)