“বাজারে স্বস্তি ফিরেত সময় লাগবে, কিন্তু ফিরবে।“
Published : 20 Oct 2024, 02:26 PM
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, গত দেড় দশক ধরে যে টাকা দেশের বাইরে পাচার হয়েছে সেটি কবে ফেরত আনা সম্ভব হবে তা ‘এখনই বলা যাচ্ছে না’।
তবে পাচার হওয়া ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন আহমেদ বলেন, “বিগত ১৫ বছর ধরে পাচার করা অর্থ কবে ফেরত আনা যাবে, সে প্রশ্নের উত্তর এখনই আমি দিতে পারব না। তবে শুরু হয়েছে, কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ আলোচনার পরে বলা যাবে।“
সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কথা বলছিলেন এই উপদেষ্টা।
তিনি বলেন, “পাচার হওয়া অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি এখন ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান গেলে আরও আলাপ হবে। এরা আমাদের প্রায়োরিটি, কাজ হচ্ছে।“
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কবে স্বাভাবিক হতে পারে– সেই প্রশ্নে উপদেষ্টা বলেন টিসিবি ছাড়াও বেসরকারি কিছু সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
“স্বস্তি ফিরতে সময় লাগবে, কিন্তু স্বস্তি ফিরবে।“