বাজেট সহায়তা হিসেবে এই অর্থ রিজার্ভে যুক্ত হবে।
Published : 18 Dec 2023, 08:36 PM
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে ৯ কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া।
ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১) নামের একটি কর্মসূচি বাস্তবায়নের জন্য এই ঋণ গ্রহণ করা হলেও বাজেট সহায়তা হিসেবে এই অর্থ একসঙ্গে ছাড় হয়ে রিজার্ভে যুক্ত হবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
সোমবার এ বিষয়ে দক্ষিণ কোরিয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, সহজ শর্তের এই ঋণের বিষয়ে একটি ক্রস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ঋণ দিতে কোরিয়ার এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক ওয়াং কিয়ো ঋণ চুক্তির দলিলে স্বাক্ষর করে বাংলাদেশে পাঠিয়েছেন। সোমবার বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন স্বাক্ষর করে চুক্তির পূর্ণতা দেন।
বর্তমান মুদ্রা বিনিময় হার (১ ডলারে ১১০ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৯০ কোটি টাকা।
ইআরডি জানায়, এই নমনীয় ঋণের জন্য সাড়ে ৭ বছরের রেয়াতকালসহ বার্ষিক মাত্র শুন্য দশমিক ৫ শতাংশ হারে সুদ দিয়ে সাড়ে ২৫ বছরে পরিশোধ করতে হবে।
ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১) কর্মসূচির মাধ্যমে অর্থ বিভাগ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তায় এ নীতি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।
এ কর্মসূচির উদ্দেশ্য হল গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো এবং দেশের অর্থনীতিকে তুলনামূলক কার্বনমুক্ত অর্থনীতিতে রূপান্তর করা; জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ঠ বিরূপ অবস্থার ঝুঁকি হ্রাস ও সহনশীল করা।