“মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারলে বৈদেশিক মুদ্রা নিয়ে যে সংকট চলছে, তা স্থিতিশীল পর্যায়ে নেমে আসবে,” বলেন আহসান মনসুর।
Published : 09 Dec 2023, 05:53 PM
ব্যয় মেটাতে টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক; যা দেশের অর্থনীতিকে জটিল করছে বলে অর্থনীতিবিদরা সতর্ক করে আসছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বিষয়টি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরও তুলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানাল, সেই অবস্থা বদলেছে।
মূল্যস্ফীতির উল্লম্ফন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, টাকার বিনিময় হার উর্ধমূখী থাকা নিয়ে এক ধরনের চাপে রয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অবস্থায় করণীয় ঠিক করতে বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার অংশ হিসেবে বুধবার আলোচনা হয় আহসান মনসুরের সঙ্গে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদও এমন বৈঠকে এসে নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আহসান মনসুরও একই পরামর্শ দেন জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, তাকে বলা হয়েছে যে জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতে খরচ কমিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংক থেকে এখন আর টাকা নেওয়ার প্রয়োজন সরকারের হচ্ছে না।
চড়তে থাকা মূল্যস্ফীতি গত জুন ও জুলাই মাসে কিছুটা কমলেও অগাস্টে তা আবার বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশে উঠেছে; যদিও সরকারের প্রত্যাশা ছিল, অগাস্টে তা কমবে।
অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ সমাধানে দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ আহসান মনসুর। তিনি বলেছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারলে বৈদেশিক মুদ্রা নিয়ে যে সংকট চলছে, তা স্থিতিশীল পর্যায়ে নেমে আসবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)