Published : 09 Oct 2024, 06:08 PM
বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থার সংস্কার কার্যক্রমের মধ্যে এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারে হাত দিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এজন্য অর্থ উপদেষ্টার অনুমোদনে অভ্যন্তরীন সম্পদ বিভাগ পাঁচ সদস্যের কমিটি গঠন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটিতে আছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, এনবিআরের চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ, সাবেক সদস্য (কর) মো. দেলোয়ার হোসেন, সাবেক সদস্য (শুল্ক) ফরিদ উদ্দিন এবং সাবেক সদস্য (কর) আমিনুর রহমান।
এ কমিটি এনবিআরের সংস্কার প্রস্তাবের পাশাপাশি রাজস্ব নীতি সংস্কার বিষয়ে পরামর্শ দেবে।
এছাড়া রাজস্ব প্রশাসন সংস্কার; রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়ন; শুদ্ধাচার ও সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন; নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততার কার্যক্রম এবং রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট যেকোনো নীতিগত পরামর্শ ও সুপারিশ দেবে কমিটি।
এনবিআরের সদস্য (বোর্ড প্রশাসন) কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।
এ কমিটির মেয়াদ ও সুযোগ-সুবিধা ও সাচিবিক কাজের জন্য অফিস কোথায় হবে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।