ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে।
Published : 29 Dec 2024, 09:11 PM
যাদের বায়োমেট্রিক সিম নেই, সেসব করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমায় বিশেষ ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
যাদের বায়োমেট্রিক সিম নেই তারা রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) এর ৭১৭ নম্বর কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের ভিত্তিতে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
এরপর থেকে অনলাইনে রিটার্ন নিয়মিতভাবে দেওয়া যাবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে।
ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে।
এখনও যারা রিটার্ন দাখিল করেননি তাদেরকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে এনবিআর।
এ বছর ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করা হয়েছে।
বিধান অনুযায়ী, বছরে আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহারসহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।
আয়কর রিটার্ন জমা এখন পর্যন্ত আশানুরূপ না হওয়ায় ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩১ ডিসেম্বর।