চার প্রকল্পে সাড়ে ৪ কোটি ইউরো অনুদান জার্মানির

দুই দেশের তরফে চারটি চুক্তি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2022, 06:39 PM
Updated : 15 Nov 2022, 06:39 PM

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও বস্ত্রখাতে দক্ষ নেতৃত্ব গড়তে চার প্রকল্পে বাংলাদেশকে ৪ দশমিক ৪৯৩ কোটি ইউরো অনুদান দিচ্ছে জার্মান সরকার।

মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে চারটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরীফা খান। আর জার্মান সরকারের পক্ষে দেশটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজে‘র কান্ট্রি ডিরেক্টর ড. আন্ড্রেয়াস কুক  ও কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিশায়েল সুমজার চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চার প্রকল্পের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেওয়া হবে ৩ কোটি ৩৫ লাখ ইউরো।

এর মাধ্যমে উত্তরবঙ্গের গাইবান্ধা সদর, জামালপুরের ইসলামপুর এবং সিরাজগঞ্জের পৌর এলাকায় বন্যাক্রান্ত মানুষের জীবনমান উন্নয়ন করা হবে।

জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করবে ‘পলিসি এডভাইজরি ফর প্রমোটিং এনার্জি ইফিশিয়েন্সি অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক প্রকল্প। ৫০ লাখ ইউরো সহায়তা পাওয়া এ প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কারিগরি সহায়তা দেওয়া হবে। ৩৪ লাখ ৩০ হাজার ইউরো অনুদান দেওয়া হচ্ছে আরেকটি প্রকল্পের একই ধরনের সহায়তায়।

চুক্তির আওতায় ৩০ লাখ ইউরোতে বাস্তবায়ন করা হবে ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলমন্ট ফর সাসটেইনেবল টেক্সটাইল ইন বাংলাদেশ’ প্রকল্প। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যত বস্ত্রখাত ব্যবস্থাপনায় বিশেষ দক্ষ জনবল গড়ে তোলা হবে।