Published : 22 Dec 2022, 07:12 PM
বর্তমান রাষ্ট্রব্যবস্থা বদলে ফেলতে বিএনপি যে ২৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছে, তাতে রংধনুর সৌন্দর্য দেখতে পাচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “বিএনপির ২৭ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন, এটি রংধনুর মতো। এটি সব দল, সব ধর্ম, সব বর্ণ, সব ভাষা, সব মত- একসাথে মিলে একটি রংধনুর মত সুন্দর হবে।”
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। নগরীর দেব পাহাড়ের পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপসংঘ-রাজ সত্যপ্রিয় মহাস্থবিরের অন্তেষ্টিক্রিয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চট্টগ্রাম দেব পাহাড়ের বৌদ্ধ মন্দিরের এই জায়গাটি জিয়াউর রহমান দান করেছিলেন। এই বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন এখানে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছেন। আগামী দিনে ক্ষমতায় আসলে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন আমাদের দায়িত্বের মধ্যে পড়বে।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “আওয়ামী লীগ কী বলল, সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা আমাদের কাজ করে যাচ্ছি- বাংলাদেশের মানুষকে মাথায় রেখে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা মাথায় রেখে, বাংলাদেশের মানুষের চাহিদা মাথায় রেখে। এবং বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের রাজনীতি।
“গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, জীবনের নিরাপত্তার পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করে যাচ্ছি। আর এর বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। তাদেরকে সরিয়ে আগামী দিনে যে জাতীয় সরকার গঠন হবে সে জাতীয় সরকার ২৭ দফা বাস্তবায়ন করবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, “বিএনপি বিগত দিনেও ক্ষমতায় থাকতে বৌদ্ধ সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের জন্য যেভাবে কাজ করে গেছে, ভবিষ্যতেও সেই লক্ষ্যে কাজ করে যাবে।“
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও ইয়াসিন চৌধুরীর লিটন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি চন্দ্র গুপ্ত বড়ুয়া, নগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, সাবেক ট্রাস্টি সনৎ তালুকদার, বুদ্ধ সম্প্রদায়ের নেতা পারদর্শী বড়ুয়া, রঞ্জিত কুমার বড়ুয়া।