চট্টগ্রামে নিহত এ দুজনের একজন বয়োজ্যেষ্ঠ, অপরজন শিশু।
Published : 17 Nov 2023, 09:35 PM
ঘূর্ণিঝড় ‘মিধিলি'র প্রভাবে সৃষ্ট বাতাসে চট্টগ্রামে গাছের ডাল ভেঙে এক শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছে।
শুক্রবার সন্দ্বীপ ও মীরসরাই উপজেলায় এ দুই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাব (৭২) এবং মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৪ বছর বয়সী মুনতাহা আরিয়া।
সন্দ্বীপ থানার ওসি সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আছরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে আহত হন আব্দুল ওয়াহাব।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইভাবে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে শিশু আরিয়া প্রাণ হারিয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন জানান, ঘরের কাছে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হয় আরিয়ার।
ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বেলা ১টার দিকে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। পরের দুই ঘণ্টায় বৃষ্টি ঝরাতে ঝরাতে দুর্বল হয়ে বেলা ৩টার দিকে তা পুরোপুরি স্থলভাগে উঠে আসে।
ঝড়ের বিপদ কমে আসায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।