গ্রেপ্তাররা সবাই তরুণ।
Published : 24 Nov 2023, 05:28 PM
চোরাই অটোরিকশা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়া এক যুবকের তথ্যে উদ্ধার হল আরেকটি সিএনজি চালিত অটোরিকশা।
বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া ও বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে দুই অটোরিকশা উদ্ধারের পাশাপাশি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- মোবারক হোসেন, করিম ও শাকিব। তাদের সবার বয়স ২০- ২১ এর মধ্যে।
পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ব্যক্তি পটিয়ায় চোরাই অটোরিকশা বিক্রি করতে আসছে-এমন তথ্যে বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া বাইপাস সড়কে অভিযান চালায় পুলিশ।
“এসময় মোবারককে অটোরিকশাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে সে অটোরিকশাটি চোরাই বলে পুলিশের কাছে স্বীকার করে। তার দেওয়া তথ্যে বাঁশখালী উপজেলা থেকে করিম ও শাকিবকে আটক করা হয়।”
পরে তাদের দেওয়া তথ্যে বাঁশখালীর গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ড থেকে নম্বর বিহীন আরেকটি অটোরিকশা উদ্ধার করা হয়।