সংস্কারের জন্য চবি চারুকলা ক্যাম্পাস আরও ১ মাস বন্ধ

ক্যাম্পাস বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চলবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2023, 12:57 PM
Updated : 28 Feb 2023, 12:57 PM

সংস্কারের জন্য আরও একমাস বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট ক্যাম্পাস। তবে আগের মতোই অনলাইনে ক্লাস চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, নগরীর বাদশা মিয়া সড়কে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের অভ্যন্তরে অবস্থিত একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ চলমান থাকায় আগামী ৩০ মার্চ পর্যন্ত সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এসময়ে অনলাইন ক্লাশ চালু থাকবে।

চারুকলার উন্নয়ন ও সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত কমিটির আবেদনে এই সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, চারুকলা ইন্সটি্টিউট বন্ধ থাকাকালে কোনো শিক্ষার্থী অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না।

শ্রেণী কক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়ায় গত বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পরে তারা চট্টগ্রাম নগরীতে থাকা ইনস্টিটিউটকে হাটহাজারীতে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়াসহ ২২ দফা দাবিতে আন্দোলনে নামে।

আন্দোলনের এক পর্যায়ে গত ২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় চারুকলা ইন্সটিটিউট ক্যাম্পাস এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তখন থেকে অনলাইনে চলছে ক্লাস।

Also Read: আন্দোলনের মধ্যে চবির চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা