চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়ালের সঙ্গে ভারতের ‘অ্যাপোলো’র চুক্তি

১০ বছরের চুক্তিতে টেলিমেডিসিন সেবার মাধ্যমে রোগ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা সেবা যৌথভাবে দেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 08:37 PM
Updated : 3 Dec 2022, 08:37 PM

পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব ভারতীয় স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল গ্রুপকে দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করল চট্টগ্রামের ‘অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটাল’।

এর আগে ২০১৯ সালের ১৫ জুন ইমপেরিয়াল হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন নারায়ণা হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. দেবী প্রসাদ শেঠী।

এতদিন হাসপাতালটি এ নামে পরিচালিত হলেও সম্প্রতি ১০ বছরের জন্য অ্যাপোলো হাসপাতাল গ্রুপের সঙ্গে চুক্তি হয়।

শনিবার দুপুরে হাসপাতালের আনুষ্ঠানিক চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, “আমরা খুশি। ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাপোলো হাসপাতালের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আমরা উন্নত চিকিৎসা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে দিতে পারবো বলে আশা রাখি।

এই চুক্তির মাধ্যমে উন্নত বিশ্বের আদলে টেলিমেডিসিন সেবার মাধ্যমে যৌথভাবে রোগ নির্ণয়, চিকিৎসা সেবা ও পরবর্তী ফলোআপ গ্রহণ করতে পারবে বলে রবিউল হোসেন জানান।

গ্রুপ অনকোলজি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেডের প্রেসিডেন্ট দীনেশ মাধবান বলেন, “ক্লিনিক্যাল শ্রেষ্ঠত্ব ও মেডিকেল দক্ষতার বিশাল অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অঙ্গীকার নিয়ে আমরা কাজ শুরু করছি।

চুক্তি অনুযায়ী, ইমপেরিয়াল হাসপাতালের অপারেশন এবং ম্যানেজমেন্ট অ্যাপোলো হাসপাতালের সার্বিক তত্বাবধানে পরিচালনার পাশাপাশি চিকিৎসা জনশক্তি প্রশিক্ষণ, টেকনোলজি ট্রান্সফার, টেলিমেডিসিন ও টেলিরেডিওলজি সেবা প্রদানে সহযোগিতা করবে।

উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখন অনেক দূর এগিয়েছে। এ খাতে শুধু সরকার নয়, সবার এগিয়ে আসা দরকার।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, বোর্ড মেম্বার এম এ মালেক, অ্যাপোলো পার্টনার হসপিটালের সিইও দেবীসন পিকে, চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাহবুবুল আলম, সাংবাদিক আবুল মোমেন, ডা. ফয়সাল আহমেদ বক্তব্য দেন।

নগরীর পাহাড়তলীতে প্রায় সাত একর জমিতে পাঁচটি ভবনে ৩৭৫ শয্যার ইমপেরিয়াল হসপিটাল নির্মাণ করেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট।

পুরনো খবর

Also Read: যাত্রা শুরুর অপেক্ষায় চট্টগ্রামের ইমপেরিয়াল হসপিটাল