চবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগের দুই পক্ষ

প্রথম দফায় বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার বেলা ১টায় ফের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসি এবং সিক্সটি নাইন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 11:21 AM
Updated : 1 June 2023, 11:21 AM

খাবারের দোকানে কথা কাটাকাটির জেরে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ।

বুধবার রাতের পর বৃহস্পতিবার বেলা ১টায় ফের সংঘর্ষে লিপ্ত হয় সিএফসি এবং সিক্সটি নাইন গ্রুপ।

এসময় দুই পক্ষের কর্মীরা দুই হলের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়তে থাকলে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রক্টর নুরুল আজিম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। শাহ আমানত হলের রমজান নামে এক ছাত্র গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ১০০ পুলিশ ছাড়াও ১৫ জন র্যাব মোতায়েন করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১২ জনের মতো আহত শিক্ষার্থী চিকিৎসা নিতে গিয়েছে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব।

এর মধ্যে ২ জন গুরুতর আহত হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বেলা পৌনে ৪ টার দিকে ২ পক্ষের ছাত্রলীগ কর্মীদের হলে পাঠিয়ে দেয় প্রক্টরিয়াল বডি।

এর আগে খাবারের দোকানে কথা কাটাকাটির জেরে বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের নেতাকর্মীদের মধ্যে রাতে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ হয়। সেসময় সিএফসির কর্মীরা শাহ আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে ঢিল ছুঁড়তে থাকে।

ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ।

দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

Also Read: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ