চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে সংঘর্ষে আহত ১৫

শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বিজয় এবং ভিএক্স এই সংঘর্ষে জড়ায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 09:05 AM
Updated : 3 Dec 2022, 09:05 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের মধ্যে কয়েকদফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বিজয় এবং ভিএক্সের মধ্যে শুক্রবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে সংঘর্ষ চলে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

এসময় হলের প্রায় শতাধিক কক্ষ ভাংচুর করে দুই পক্ষের কর্মীরা।

ভিএক্সের গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষের পর রাত আড়াইটার দিকে প্রক্টরিয়াল বডি এবং দুই পক্ষের নেতারা মিটিংয়ে বসে বিষয়টি সমাধান করেছেন।”

ভবিষ্যতে আর কখনও এমন সংঘাত হবে না, সভায় উভয় পক্ষ এমন প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, “রাতে ওদের নিয়ে সভা করে সমাধান করা হয়েছে। হলের সব চিকা (দেয়াল লিখন) মুছে দেওয়া হবে।”

বৃহস্পতিবার রাতে এ এফ রহমান হলে ভিএক্সের চিকা মুছে দেয় বিজয় গ্রুপের কর্মীরা। এই ঘটনা থেকেই সংঘর্ষে জড়িয়ে পরে দুই পক্ষ।