খেলার জন্য ঘর থেকে বের হওয়ার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল।
Published : 31 Mar 2023, 12:07 AM
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে লিফটের জন্য করা গর্ত থেকে এক শিশুর লাশ উদ্ধার পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে খুলশী থানার কুসুমবাগ এলাকায় স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে।
এ দিন বিকালে খেলার জন্য ঘর থেকে বের হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না বলে পুলিশ জানিয়েছে। বর্ষা আক্তার নামে ছয় বছরের শিশুটির বাসাও ভবনটির কাছে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনের শিশুটি বিকালে ঘর থেকে খেলতে বের হয়েছিল। তাকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি ও মাইকিং করে।
"খোঁজাখুঁজি এক পর্যায়ে নির্মাণাধীন ভবনটিতে লিফটের জন্য করা গর্তের পানিতে শিশুটির সন্ধান পাওয়া যায়।"
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
“কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।”