তাদের মোটর সাইকেলটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে।
Published : 22 Aug 2023, 12:06 AM
চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন মোটর সাইকেল আরোহী দুই তরুণ-তরুণী।
সোমবার রাতে ফ্লাইওভারের ওয়াসা-জিইসি অংশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- মো. ইমরান (২৩) ও নাহিদা সুলতানা (২১)। ইমরান নগরীর পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোডের বাসিন্দা ইউনুস মোল্লার ছেলে, নাহিদা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালীর বাসিন্দা রাসেল চৌধুরীর মেয়ে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুত গতির মোটর সাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।