সোনা চোরচালান মামলায় চট্টগ্রামে ৬ জনের ৭ বছর করে দণ্ড

আসামিদের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 05:05 PM
Updated : 1 March 2023, 05:05 PM

আট বছর আগে ১৮টি সোনার বারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ; চোরাচালান মামলায় এবার তাদের প্রত্যেকের সাত বছর করে কারাদণ্ড হল।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেবুন নেছা এই রায় দেন।

দণ্ডিতরা হলেন- মো.শাহজাহান প্রকাশ বাবলু (২৩), মো. হাসান (৩২), মো. নিজাম উদ্দিন (২৫), কায়সার বিন ইউকুফ প্রকাশ টুন্টু (৩১), মো. বাহাদুর (২৮) ও শফিউল আজম (২৭)।

রায় ঘোষণার সময় মো. বাহাদুর ও মো. হাসান আদালতে উপস্থিত ছিলেন; অন্যরা পলাতক বলে জানান এই আদালতের পিপি মো. আবদুর রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে আরও ৩ মাস কারাভোগ করতে হবে।

মামলার নথির বরাতে পিপি জানান, ২০১৫ সালের ৬ জুলাই নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে আসামিদের কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করে।

“এ ঘটনায় পাচঁলাইশ থানার সে সময়ের এসআই মো. মনিরুল ইসলাম মামলা করেন। পরের বছরের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা হয়। পরে ওই বছরের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।”

মামালায় ১১ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। রায় ঘোষণার পর দুজনকে কারাগারে পাঠানো হয়।