চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

ভর্তি পরীক্ষার কারণে সোমবার থেকে সকল ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আগেই হয়েছিল। ঘূর্ণিঝড়ের কারণে রোববারের ক্লাস-পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 10:17 AM
Updated : 13 May 2023, 10:17 AM

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে পরশুদিন (সোমবার) থেকে সকল ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আগেই হয়েছিল। এখন ঘূর্ণিঝড়ের কারণে আগামীকালও (রোববার) পূর্ব নির্ধারিত সকল ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।”

এর আগে ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এসএম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ১৫ থেকে ২৫ মে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের সাড়ে আটশ কিলোমিটারের মধ্যে চলে আসায় শুক্রবার রাতে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে আট নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে বলে রাতে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

বর্তমান গতিপথ ঠিক থাকলে রোববার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।