চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর সময় স্পিড ব্রেকারে তারা উল্টে যায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 02:46 PM
Updated : 10 Nov 2023, 02:46 PM

চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে এক কিশোরের, আহত হয়েছে আরেকজন।

শুক্রবার বিকালে অক্সিজেন-কুয়াইশ সড়কের হাটহাজারী অংশের অনন্যা আবাসিক এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ১৭ বছর বয়সী ইসরাত হোসেন আলভী নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া নিদ্দাপাড়ার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। আহত আশরাফুল আলম (১৪) ওয়াজেদিয়া হাজী পাড়ার বাসিন্দা। 

হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির পরিদর্শক মহিউদ্দিন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর সময় স্পিড ব্রেকারে তারা উল্টে যায়। 

আহত দুজনকে ওই এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।