হরতাল-অবরোধে ৯ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার, অভিযোগ চট্টগ্রাম বিএনপির

বিএনপি নেতা ইদ্রিস আলী জানান, নগরীর ২১টি মামলায় চট্টগ্রাম নগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী, নুরুল আলম রাজুসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 01:41 PM
Updated : 20 Nov 2023, 01:41 PM

লাগাতার অবরোধ-হরতালে চট্টগ্রামে বিএনপির নয় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সোমবার চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, হরতাল-অবরোধে চট্টগ্রামে ৫৫টি মামলা হয়েছে। যেগুলোতে ৯২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দপ্তর সেলের দায়িত্বে থাকা বিএনপি নেতা ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু মহানগরেই হয়েছে ২১টি মামলা, যেগুলোতে ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৪টি মামলা হয়েছে বলেও জানান তিনি।  

জোরারগঞ্জ, মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, ভুজপুর ও সন্দ্বীপ নিয়ে থানা নিয়ে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক কমিটি গঠিত।

আর কর্ণফুলী, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া নিয়ে গঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক কমিটি।

বিএনপি নেতা ইদ্রিস আলী জানান, নগরীর ২১টি মামলায় চট্টগ্রাম নগর আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী, নুরুল আলম রাজুসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ জেলায় ১৫টি মামলায় ২৪০ জন ও উত্তর জেলায় ১৯টি মামলায় ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগসহ নানা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় গণ সমাবেশের আয়োজন করে বিএনপি। পুলিশের সাথে সংঘর্ষে সমাবেশ পণ্ড হওয়ার পর পরদিন হরতালের ডাক দেয়।

২৯ অক্টোবরের হরতাল চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও অন্যান্য দাবিতে প্রথমে ডাকা হয় ৭২ ঘণ্টার অবরোধ। ৩০ অক্টোবর বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়।

দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে ফের ৫ ও ৬ নভেম্বর অবরোধ শেষে ৭ নভেম্বর বিরতি দেয় বিএনপি। তবে আমীর খসরু মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধে মধ্যে ৫ নভেম্বর চট্টগ্রামে হরতালের ডাক দেয় দলটির চট্টগ্রামের নেতারা।

৭ বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এই দিনটিতে এবার কোনো কর্মসূচি না দিলেও সেদিন অবরোধ রাখা হয়নি। এরপর ৮ ও ৯ নভেম্বর ফের একই কর্মসূচি দেওয়া হয়। এরপর ১২, ১৩ নভেম্বর ও ১৫, ১৬ নভেম্বর ডাকা হয় অবরোধ।

এই অবরোধ চলার মধ্যেই আগামী ৭ জানুয়ারি ভোট এবং ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এর প্রতিবাদে ১৭ ও ১৮ নভেম্বর সাপ্তাহিক ছুটি শেষে দুই দিন হরতালের ঘোষণা দেয় বিরোধীরা। এই কর্মসূচি শেষে আবার মঙ্গলবার কর্মসূচি রাখেনি দলটি। আগামী বুধবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে দলটি।