সীতাকুণ্ডে ‘বন্ধুদের’ ধারালো অস্ত্রের কোপে যুবক খুন

হত্যাকারীরা নিহতের‘বন্ধুবান্ধব’ বলেও ভাষ্য ওসি তোফায়েল আহমেদের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2022, 07:35 AM
Updated : 21 Nov 2022, 07:35 AM

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, রোববার রাতে উপজেলার নুনাছড়া ইউনিয়নের বটতল এলাকায় একটি খাবারের হোটেলে ওই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. ইউসুফ (৩৫) ইট-বালুর ব্যবসায় করতেন; নুনাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার বাসা। হত্যাকারীরা তারই ‘বন্ধুবান্ধব’ বলে ওসি তোফায়েল আহমেদের ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বটতল এলাকায় পেট্রোলপাম্পের কাছে একটি হোটেলে বসে আরও দুই জনকে নিয়ে খাওয়াদাওয়া করছিলেন ইউসুফ। এসময় ধারালো অস্ত্র নিয়ে সেখানে তিন যুবক প্রবেশ করে তাকে এলোপাথারি কুপিয়ে জহম করে।“

 স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তোফায়েল।

তিনি বলেন, “আমরা আশেপাশের সিসি ক্যামেরা দেখেছি, তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করলেও আরও কয়েকজন বাইরে অবস্থান নিয়েছিল। যাদের শনাক্ত করেছি তারা সবাই ইউসুফের বন্ধুবান্ধব। সবাই মিলে ইট-বালির ব্যবসা করতেন।

“সেখান থেকে মনে হচ্ছে ব্যবসা সংক্রান্ত আগের কোনো বিরোধের জেরে ইউসুফকে কুপিয়ে খুন করা হয়ে থাকতে পারে।”
খুনের ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।