এছাড়া আরেকটি ফ্লাইটে পাওয়া গেছে ছয়টি সোনার বার।
Published : 21 Aug 2023, 10:53 PM
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ভারতের এক নাগরিক গেঞ্জিতে প্রলেপ দিয়ে সোনা আনতে গিয়ে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন।
সোমবার সকালে আসা বিমানের ফ্লাইটে আসা তুষার নাগিনদাশ নামে ওই যাত্রীকে তল্লাশি করে অবৈধভাবে আনা মোট ৭৩৯ গ্রাম সোনা পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মতিন তালুকদার জানান, বিমানে করে আসা ওই যাত্রীকে চিহ্নিত করে ইমিগ্রেশনের পর তল্লাশি করা হয়।
“তার কাছ থেকে সোনার প্রলেপযুক্ত দুটি ব্রেসলেট, দুটি চেইন ও দুটি আংটি পাওয়া যায়। এছাড়া তার ব্যাগ থেকে সোনার প্রলেপযুক্ত গেঞ্জি পাওয়া যায়। সেটি গলিয়ে ৩০০ গ্রাম সোনা পাওয়া যায়।”
সব মিলিয়ে ওই ভারতীয়ের কাছ থেকে মোট ৭৩৯ গ্রাম সোনা পাওয়া যায়, যার মূল্য প্রায় ৫৯ লাখ ১৯ হাজার ৩৯০ টাকা বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ছয়টি সোনার বার পাওয়া গেছে।
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করার পর এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুল্ক গোয়েন্দার এক রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তবে এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কেউ কথা বলতে চাননি।
নাম প্রকাশে এক কর্মকর্তা বলেন, ওই রাজস্ব কর্মকর্তাকে ঢাকায় বদলির পর তদন্ত কমিটি করা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনা উদ্ধারের কথা জানলেও ‘ডিটেলস’ জানা যায়নি। শুল্ক গোয়েন্দারা এই ঘটনার তদন্ত করছে।