রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে একটি কভার্ডভ্যান ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
Published : 14 Nov 2023, 01:56 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে বেপরোয়া গতির একটি কভার্ডভ্যানের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।
মিরসরাই পৌরসদর এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সোহেল সরকার জানান।
নিহত ইকবাল হোসেন (৪০) ও মো. ফরিদের (৩২) বাড়ি উপজেলার তালবাড়িয়া এলাকায়।
পরিদর্শক সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের সঙ্গে সুফিয়া রোড নামে একটি সংযোগ সড়কের পাশে পিকআপটিতে গাছ তুলছিলেন দুই শ্রমিক। চালক ছিলেন পিকআপের পেছনে দাঁড়িয়ে। তখন ঢাকার দিক থেকে আসা একটি কভার্ডভ্যান বেপোরোয়া গতিতে এসে পিকাপের পেছনে ধাক্কা দেয়।
এতে পিকআপ চালক ইকবাল ও শ্রমিক ফরিদ ঘটনাস্থলেই মারা যান। আহত আরেক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কভার্ডভ্যানটির চালককে আটকের কথা জানিয়েছে পুলিশ।