পুলিশ বলছে, গত ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ওই কিশোরীকে তিনবার ধর্ষণ করা হয়েছে।
Published : 05 Dec 2023, 03:23 PM
চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- তামজিদুল ইসলাম রহিম (২০), নজরুল ইসলাম মিনু (৩৬), নজরুল ইসলাম ফেলন (২০), জুনায়েদ হাসান মুন্না (২২), মো. রাকিব (২২) ও তাদের সহযোগী ভুক্তভোগী কিশোরীর ১৬ বছর বয়সী এক বান্ধবী।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবা- মায়ের বিচ্ছেদের পর মেয়েটি দাদা-দাদীর সঙ্গে থাকে। গত ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ওই কিশোরীকে তিনবার ধর্ষণ করা হয়, এবং প্রতিবারই মেয়েটি তার বান্ধবীর প্ররোচণার শিকার হয়েছে।
“মেয়েটিকে তার বান্ধবী ফুসলিয়ে মুন্নার বাসায় নিয়ে যায় গত ৩০ নভেম্বর। ওইদিন মুন্না এবং আরেকজন প্রথমবার মেয়েটিকে ধর্ষণ করে। এরপর ২ এবং ৩ ডিসেম্বর ফের মেয়েটির বান্ধবী তাকে ফুসলিয়ে মিনুর বাসায় নিয়ে যায়। এবং পরের দুবার ওই কিশোরীকে মিনু, ফেলন ও রাকিবসহ বাকিরা ধর্ষণ করে।“
এ ঘটনার পর মেয়েটির বাবা মামলা করেন। তার মামলার ভিত্তিতে ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান অতনু চক্রবর্তী।
ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।