১৪ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে মাদকের মামলার এ আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 04:15 PM
Updated : 20 May 2023, 04:15 PM

চট্টগ্রামে মাদকের মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া এক আসামিকে ১৪ বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা।

এতদিন ধরে পলাতক মো. কুতুব উদ্দিন (৪২) নারায়ণগঞ্জে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছিলেন; যাকে র‌্যাব ৭ এর একটি দল সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শুক্রবার ভোর রাতে গ্রেপ্তার করে।

তার পরিবার চট্টগ্রামে থাকলেও গ্রেপ্তার এড়ানোর জন্য কুতুব চট্টগ্রাম আসতেন না বলে র‌্যাব জানায়। তার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে সিদ্ধিরগঞ্জে যেতেন।

পলাতক এ আসামির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ২ মার্চ আফিম ও কোকেনসহ চট্টগ্রামের কোতয়ালী এলাকা থেকে গ্রেপ্তার হন। মামলার বিচার চলাকালীন সময়ে জামিন নিয়ে পলাতক হন। পরে মামলার রায়ে তার যাবজ্জীবন সাজা হয়।

জামিনে আসার পর এক পর্যায়ে পলাতক হয়ে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করেন বলে র‌্যাব জানায়।