ওয়ার্ডে পুলিশ পাহারা থাকলেও ওটিতে চিকিৎসা সংশ্লিষ্ট ছাড়া কারও প্রবেশ নিষেধ, সেই সুযোগ কাজে লাগিয়ে পালায় আসামি।
Published : 17 Oct 2022, 05:42 PM
হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ থেকে মারামারির মামলায় ছুরিকাঘাতে আহত এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ নম্বর অর্থপেডিক্স সার্জারি ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষে রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পালিয়ে যাওয়া ২৬ বছর বয়সী যুবকের নাম হাফিজ আল আসাদ ওরফে সোহাগ। সোহাগের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া এলাকায়; নগরীর পতেঙ্গা এলাকায় বোনের বাসায় থাকতেন তিনি।
পতেঙ্গা থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারামারির মামলার আসামি আসাদকে রোববার সকালে ছুরিকাঘাতে আহত অবস্থায় গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ।
এরপর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অস্ত্রোপচারের কথা বলেন। তাকে ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তির পর অস্ত্রোপচারের জন্য বিকালে সাড়ে পাঁচটার দিকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ওয়ার্ডে পুলিশ পাহারা থাকলেও ওটিতে চিকিৎসক ও সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ। সেই সুযোগটি কাজে লাগিয়ে সেখান থেকে চিকিৎসক ও সংশ্লিষ্টদের ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসাদ।
নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে সাধারণ রোগীর বেশে আসামিটি পালিয়ে গেছে। তবে এখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো গাফেলতি আছে কি না সেটাও খতিয়ে দেখছি আমরা।“
পালিয়ে যাওয়া আসাদকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।