মঙ্গলবার চমেক এলাকায় অভিযানে অধিদপ্তরের অভিযান দল রাইসা মেডিকেলে প্রতিটি ডাব ১৫০ টাকা এবং হৃদয়ের দোকানে ১০০ টাকায় বিক্রির প্রমাণ পায়।
Published : 29 Aug 2023, 07:29 PM
আড়তের তুলনায় দ্বিগুণ দামে ডাব বিক্রি বন্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার অভিযানের মুখে বিক্রেতারা তাদের ডাবের ভ্যান ফেলে পালিয়ে যান।
অভিযানে ওই এলাকার রাইসা মেডিকেল হলকে ৩০ হাজার টাকা এবং হৃদয়ের ডাবের দোকানকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিপূর্বে আমরা ফিরিঙ্গি বাজারের ডাবের ডাবের আড়তে অভিযান পরিচালনা করি। রোববার সেখানে গেলে তারা মূল্য তালিকা ও ভাউচার দেখাতে পারেনি।
“সতর্ক করার পর থেকে আড়তে এখন বিক্রির ভাউচার দিচ্ছে। সেখানে আকারভেদে প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৮০ টাকায়।”
মঙ্গলবার চমেক এলাকায় অভিযানে অধিদপ্তরের অভিযান দল রাইসা মেডিকেলে প্রতিটি ডাব ১৫০ টাকা এবং হৃদয়ের দোকানে ১০০ টাকায় বিক্রির প্রমাণ পায়।
অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, “রাইসা মেডিকেল নামের ওষুধের দোকানে ডাব বিক্রি হলেও তাদের কাছে ডাব কেনার কোনো ভাউচার নেই। তারা ১৫০ টাকায় একটি ডাব বিক্রি করছিল। যেখানে আশপাশের ভ্যানে ৮০-৯০ টাকায় ডাব বিক্রি হচ্ছিল।
“রাইসা মেডিকেলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিরও প্রমাণ পাওয়া গেছে। মেয়াদ আছে এমন ওষুধের সাথে মিশিয়ে ২০২১ সালে মেয়াদ শেষ এমন এসব ওষুধ বিক্রি করছিল। এটা গুরুতর অপরাধ। এই দুই কারণে তাদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
ফয়েজ উল্লাহ বলেন, “এই ফার্মেসির সামনে চারটা ডাব রাখা ছিল। ফার্মেসিতে ডাব বিক্রি করার কথা নয়। ভিতরে গিয়ে দেখি আরো বেশকিছু ডাব রাখা আছে। সংকট দেখিয়ে তারা নিয়ন্ত্রিত ব্যবসা করছিল। এভাবে দাম বাড়িয়ে দিচ্ছিল।”
বেশি দামে ডাব বিক্রি করায় হৃদয় নামের আরেক বিক্রেতাকে পাঁচশ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। ওই দোকানি ৬০ টাকা দরে কিনে ১০০ টাকায় ডাব বিক্রি করছিলেন।
এছাড়া নগরীর চকবাজার এলাকায় ফুলকলি সুইটসকে আমদানিকরা খাদ্য পণ্যে আমদানিকারকের সিল না থাকায় চার হাজার টাকা জরিমানা করে অধিদপ্তরের অভিযান দল।
ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামে ডাবের চাহিদা বেড়েছে। সপ্তাহ খানেক আগেও বন্দর নগরীতে আকার ভেদে ৬০-৮০ টাকায় ডাব বিক্রি হচ্ছিল। গত কয়েকদিনে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রামে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে চমেক হাসপাতালে।
ডাবের অতিরিক্ত দাম নিয়ে আলোচনার মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা রোববার থেকে অভিযানে নামে।
মঙ্গলবারের অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার অংশ নেন। অভিযানে সহায়তা করে পুলিশের একটি দল।