টেকনাফে জাহাজের কর্মীদের ‘মারধরের’ বিচার দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

ঘটনার সঙ্গে জড়িত জাহাজের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 04:01 PM
Updated : 15 March 2023, 04:01 PM

টেকনাফে পর্যটকবাহী জাহাজের কর্মীদের হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৩টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি হয়; এতে তারা চার দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত জাহাজের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, জাহাজের লাইসেন্স বাতিলসহ জাহাজ কর্তৃপক্ষের মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ এমভি বে-ক্রুজ-ওয়ানের কর্মীদের হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দুই দফায় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অর্থনীতি বিভাগের অন্তত এক ডজন শিক্ষার্থী আহত হয়।

এদিন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী শিক্ষার্থী আরিশফা নাওয়ার ইকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের টিকেট কাটা সিটে তারা স্ট্যান্ডিং টিকেট কাটা যাত্রীদের বসিয়ে রেখেছিল। এটার প্রতিবাদ করায় আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এমনকি আমাদের শিক্ষকদের উপরও অ্যাটাক করেছে।

“আমরা সেখানে পর্যটক হিসেবে গিয়েছিলাম। এরকম পরিস্থিতি হলে পর্যটকদের নিরাপত্তাটা কতটুকু থাকল।”

অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে তার দ্রুত বিচার দাবি করছি এবং এই বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ আশা করছি।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন এমভি বে-ক্রুজের ব্যবস্থাপনা পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন টেকনাফের ইউএনও মো. কামরুজ্জামান।

Also Read: সেন্টমার্টিনের জাহাজের কর্মীদের বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ