ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে সোনা এনেছিলেন ওই ব্যক্তি।
Published : 27 Aug 2023, 06:10 PM
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রী অবৈধভাবে আনা সাড়ে পাঁচশ গ্রাম সোনাসহ ধরা পড়েছেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে আসেন মোহাম্মদ রেজাউল করিম নামের ওই ব্যক্তি। তার বাড়ি কক্সবাজারের মহেশখালী।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন হাওলাদার জানান, রেজাউল করিমের ব্যাগ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা মোট ৫৩৫ গ্রাম সোনা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা।
করিমের থেকে একটি সোনার বার, পাঁচটি সোনার চুড়ি, দুটি স্বর্ণপিণ্ড, একটি সোনার পাত, পাঁচটি আংটি পাওয়া গেছে।
“করিম তার লাগেজের ভেতরে একটি ফ্রাই প্যানের হাতল এবং বডি স্প্রের মুখে বিশেষ কায়দায় সোনা নিয়ে এসেছিলেন,” বলেন মতিন।
সোনা ছাড়াও করিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট এবং দুই কার্টন বিদেশি সিগারেটও জব্দ করা হয়।
এ ঘটনায় করিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা মতিন।