জোয়ারের পানিতে লাশটি খালে ভেসে এসে স্লুইচ গেইটের নিচে কাদায় আটকে ছিল বলে ধারণা পুলিশের।
Published : 17 Feb 2024, 05:40 PM
চট্টগ্রামের চাক্তাই খাল থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার খালটির স্লুইস গেইটের নিচ থেকে অজ্ঞাত এ তরুণের লাশ উদ্ধারের কথা জানান বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইন।
আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। তার পরনে মোটা কাপড়ের শার্ট ও গোল গলা গেঞ্জি ছিল বলে জানান ওসি।
তিনি বলেন, “লাশের অবস্থা দেখে মনে হচ্ছে কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। হাতের আঙ্গুলের চামড়া পচে যাওয়ায় ছাপও নেওয়া যায়নি।
“আমাদের ধারণা, জোয়ারের পানিতে লাশটি খালে ভেসে এসে স্লুইচ গেইটের নিচে কাদায় আটকে ছিল।”