হরিণ শিকারের দায়ে চট্টগ্রামে ৫ জনের কারাদণ্ড

“যে পাহাড় থেকে হরিণটি শিকার করা হয়েছে, সেটি চুনতী রিজার্ভ ফরেস্টের অধীনে। জালের ফাঁদ পেতে সেখানে দণ্ডিতরা বণ্যপ্রাণি শিকার করতেন।”

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 10:22 AM
Updated : 22 March 2023, 10:22 AM

চট্টগ্রামে হরিণ শিকারের দায়ে পাঁচজনকে ছয় মাস করে কারাদাণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

মঙ্গলবার রাতে বাঁশখালীর নাপোড়া এলাকায় অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের সাজা দেওয়ার কথা জানান চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

দণ্ডিতরা হলেন- মো. জসিম (২১), মো. নেজাম (২০), মো. মনজুর (৩০), মোহাম্মদ হোসেন (৪০) এবং মো. কালু (১৮)। তাদের কাছ থেকে একটি জবাই করা হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

সহকারী কমিশনার মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তারা মায়া হরিণটি শিকারের পর জবাই করে লোকালয়ে ফিরছিলেন।

“জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা দোষ শিকার করেন। হরিণ, বনমোরগসহ বিভিন্ন প্রাণী তারা শিকার করে আসছিলেন।”

এই কর্মকর্তা বলেন, যে পাহাড় থেকে হরিণটি শিকার করা হয়েছে, সেটি চুনতী রিজার্ভ ফরেস্টের অধীনে। ওই এলাকায় কোনো জনবসতি নেই। জালের ফাঁদ পেতে দণ্ডিত ব্যক্তিরা সেখানে বণ্যপ্রাণী শিকার করতেন।

জবাই করা হরিণটি মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার মাহমুদুল।