তারা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা পাচার করছিল বলে র্যাব জানিয়েছে।
Published : 17 Dec 2022, 04:53 PM
চট্টগ্রামের চার ব্যক্তিকে আটকের পর তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শাহ আমানত সেতু এলাকায় থেকে আটকের পর তাদের বাকলিয়া থানার হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান।
পরে বেলা আড়াইটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি তিনি বলেন, ইয়াবার একটি চালান নগরীর দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
তারা হলেন- চট্টগ্রামের আনোয়ারা থানার দোভাষীবাজারের খুদ্দগহিরা গ্রামের মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াস (৪৫) ও আলমের ছেলে ইমরান হোসেন রাসেল (২৪) এবং কর্ণফুলী থানার দৌলতপুর গ্রামের মীর মাহমুদুল হকের ছেলে মীর এরফানুল হক মারুফ (২৩) ও ফটিকছড়ি উপজেলার ফড়িংখাইন গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন (২৮)।
এদের মধ্যে গিয়াস উদ্দিন ওই অটোরিকশার চালক বলে জানান মো. নুরুল।
তিনি বলেন, তারা ইয়াবা নিয়ে বাঁশখালী থেকে নগরীর দিকে আসার সময় র্যাব তল্লাশি করে।
“এসময় ইলিয়াসের কাঁধের ব্যাগে বিশেষ উপায়ে স্কচটেপ ও কাগজ দিয়ে মোড়ানো প্যাকেটে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।”
র্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসে বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে আইনী পদেক্ষেপ নিতে গ্রেপ্তারদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে; এ সময় অটোরিকশাটি জব্দ করা হয়।