পুলিশ বলছে, ভোটকেন্দ্রে আগুনে শিক্ষার্থীদের বই পুড়ে গেছে; এতে কেন্দ্রের কোনো সমস্যা হবে না।
Published : 06 Jan 2024, 12:07 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন চট্টগ্রামের একটি কেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ভোরে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
আগুনে শিক্ষার্থীদের কিছু বই পুড়ে গেছে জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, “ভোরে প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। শিক্ষার্থীদের বই বিতরণের পর কিছু অবশিষ্ট ছিল। তার মধ্যে ৭০টার মত বই পুড়েছে। এতে কেন্দ্রের কোনো সমস্যা হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কক্ষের বাইরে থেকে তালা লাগানো ছিল, জানালাও বন্ধ ছিল; কীভাবে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে রোববার। এর দুই দিন আগে থেকেই রাজশাহী, গাজীপুর, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবর আসছে।
এবার ২৮টি দল নির্বাচনে গেলেও সরকারের পদত্যাগ দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে অনড় অবস্থানে থেকে ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি। ভোট বর্জনে শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি দিয়েছে দলটি।