২০২১ সালে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নেমে পালানোর সময় তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব।
Published : 01 Feb 2024, 12:47 PM
দুই বছর আগে এক লাখ ৩৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ইসমাইল ওরফে কালা বোদা এবং মো. রেদওয়ান। তাদের মধ্যে ইসমাইল কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব ফারির বিলের মৃত আবুল হোসেনের ছেলে। আর রেদওয়ান একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর সময় ইসমাইল ও রেদওয়ানকে গ্রেপ্তার করে র্যাব-৭।
সেসময় ইসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ এবং রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তারা সে সময় বলেছিলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে তারা বিক্রি করতেন।
ওই ঘটনায় র্যাব-৭ এর সেসময়ের ডিএডি মো. খলিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় এ মামলা করেন।
তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ওই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।