চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বইজ্জ্যাখালী গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Published : 13 Jul 2023, 11:58 PM
চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বইজ্জ্যাখালী গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- কাপ্তাই ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার জয় চৌধুরী (২৮) এবং অন্তু তালুকদার (২৬)।
রাউজান থানার এসআই টুটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বইজ্জ্যাখালী গেইট এলাকায় রাস্তায় বালুবোঝাই একটি ট্রাক নষ্ট অবস্থায় দাঁড়ানো ছিল। মোটরসাইকেলটি ট্রাকটিকে পেছনে থেকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
বাইক থেকে ছিটকে সড়কে পড়া দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও তাদের বাঁচানো যায়নি।
নিহতরা সম্পর্কে মামাত-ফুফাত ভাই বলে জানিয়েছেন তাদের হাসপাতালে নেয়া রুবেল বিশ্বাস নামে এক ব্যক্তি।