মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম হবেন, এমনটা ভাবেননি এই তরুণ।
Published : 12 Mar 2023, 08:19 PM
মেডিকেলের ভর্তির সুযোগ পাওয়া নিয়ে কোনো সংশয় ছিল না রাফসান জামানের, তবে একেবারে মেধাতালিকায় সারাদেশে প্রথম হবেন, এটাও ভাবেননি তিনি।
রোববার পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বসিত রাফসান চট্টগ্রামের বাসা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ফলাফলে তিনিও অবাক হয়েছেন।
এবারের ভর্তি পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন লেগেছিল তার কাছে। সেজন্য কিছুটা হতাশ ছিলেন জানিয়ে রাফসান বলেন, “আমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়ার কারণে কিছুটা টেনশনে ছিলাম। পরীক্ষায় টিকব, সেটা আশা ছিল, কিন্তু অতটা ভালো হবে, তা কল্পনার বাইরে ছিল।”
রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি দুটিতে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া রাফসানদের বাড়ি রংপুর জেলা সদরে। তবে জন্মের পর থেকেই পুরো পরিবার থাকছেন চট্টগ্রাম হালিশহরের ‘কে ব্লকের’ বাসায়।
বাবা এ কে এম শামসুজ্জামান দেশের অন্যতম শিল্প গ্রুপ ‘সিটি গ্রুপ’র চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম); মা কাউসার নাজনীন গৃহিণী।
দুই ভাই-বোনের ছোট রাফসান স্কুল থেকেই মেডিকেলে ভর্তি হতে চেয়েছিলেন বলে জানালেন। তার বড় বোন সাদিয়া ইবনে রাইসা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিভাগে স্নাতক করেছেন। বড় বোনের মতো প্রকৌশলী না হয়ে রাফসান হতে চেয়েছেন চিকিৎসক।
তিনি বলেন, “আমি এইচএসসি পরীক্ষার পর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করি। এজন্য একটি কোচিং সেন্টারে কোচিংও করি। এছাড়া গত ১০-১২ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন স্টাডি করেছি নিজে নিজে।
“নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করার সবরকম চেষ্টায় করেছি। আমার চেষ্টা সফল হয়েছে। চিকিৎসাবিদ্যায় পড়তে পারব।”
যারা ভবিষ্যতে মেডিকেলে পড়তে চান তাদেরকে একাগ্রতার পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন এই শিক্ষার্থী।
“এসএসসি-এইচএসসিতে তো ভালো ফল লাগবেই; সঙ্গে নিজের সর্বোচ্চটুকু ঢেলে দিতে হবে,” বলেছেন তিনি।
শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে রোববার দুপুরে।
এবারের ভর্তি পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ টেস্ট স্কোরসহ তার নম্বর মেরিট স্কোর ছিল ২৯৪ দশমিক ২৫; মেডিকেল কলেজের পছন্দের ক্রম অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।
কেন চিকিৎসাবিদ্যা পড়ায় আগ্রহী জানতে চাইলে রাফসান বলেন, “আমি ছোট থেকেই চিকিৎসক হতে চেয়েছি। এটি মহান পেশা। পড়ালেখা শেষ করে আমি একজন ভালো চিকিৎসক হতে চাই।”
এমবিবিএস পড়া শেষে নিউরো সার্জারি নিয়ে কাজ করার আগ্রহের কথা জানালেন রাফসান; একজন ভালো চিকিৎসক হতে দেশবাসীর দোয়াও চেয়েছেন তিনি।