আগুন নেভানোর আগে বাসের সবকটি আসন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় একজনের প্রাণ গেছে।
সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাট এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তি ট্রাক চালকের সহকারী বলে জানিয়েছে পুলিশ। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ট্রাককে চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
“ধারণা করছি নিহত যুবক দুর্ঘটনা ঘটানো ট্রাকটির চালকের সহকারী। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে।”