সর্বোচ্চ ৮৮ দশমিক ১৮ পয়েন্ট পেয়ে (সার্বিক স্কোরে) দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
Published : 31 Aug 2023, 07:58 PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের ফলাফলে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি)।
বৃহস্পতিবার সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়।
এই ফলাফলে সর্বোচ্চ ৮৮ দশমিক ১৮ পয়েন্ট পেয়ে (সার্বিক স্কোরে) দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
চমেবির সহকারী রেজিস্ট্রর ও এপিএ ফোকাল পয়েন্ট মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।
“৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মূল্যায়নে ১২তম স্থান অর্জন করেছে চমেবি এবং চট্টগ্রাম বিভাগের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চমেবি দ্বিতীয় স্থান অর্জন করেছে।”
সরকারি দপ্তরের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪-২০১৫ অর্থবছর থেকে সরকার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু হয়।
২০১৭ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদনের পর ২০১৮-২০১৯ অর্থবছর থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে এপিএ চুক্তি করে আসছে।
চট্টগ্রামের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ৮৩ দশমিক ৪৮ পয়েন্ট, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৭২ দশমিক ২১ পয়েন্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৬০ দশমিক ৮১ পয়েন্ট পেয়েছে।