চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

তাদের বিরুদ্ধে ছয় লাখ টাকা ও দুই লাখ ১০ হাজার ইট লুটের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 01:48 PM
Updated : 31 May 2023, 01:48 PM

চট্টগ্রামে ইটভাটায় চাঁদাবাজি ও লোটপাটের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রামের লালদিঘী থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান।

তারা হলেন- মোহাম্মদ নোমান (৩৫) ও মমতাজ উদ্দিন (৪০)। এর মধ্যে নোমান বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

র‌্যাব জানায়, ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নোমান ও মমতাজ দলবল নিয়ে গত ২৩ মে সাতকানিয়ার এসএমবি ব্রিকস ফিল্ডে হামলা চালান। টাকা না পেয়ে তারা ইটভাটা মালিকদের একজন আনসারুল হকসহ শ্রমিকদের মারধর করেন।

এ সময় তার কাছ থেকে এক লাখ এবং ইট বিক্রির আরও পাঁচ লাখ টাকা নিয়ে যান বলে জানান র‌্যাব কর্মকর্তা নুরুল আবসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওইদিন হামলাকারীরা ইটভাটা দখলে নিয়ে দুই লাখ ১০ হাজার ইট লুট এবং ১০ থেকে ১২ হাজার কাঁচা ইট নষ্ট করেন।

এ ঘটনায় নোমানকে প্রধান আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেছেন আনসারুল হকের স্ত্রী।

নোমান কালীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন জানিয়ে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, নোমান নির্বাচনে প্রার্থী ছিলেন। তবে তিনি পরাজিত হয়েছিলেন।

তবে দলে তার কোনো পদ নেই বলে জানান তিনি।