এনআইসিইউ থেকে পাঁচ দিন বয়সী শিশুটি চুরি হয় বলে তার বাবার অভিযোগ।
Published : 19 Dec 2023, 11:01 PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউ থেকে পাঁচ দিন বয়সী শিশুটি চুরি হয়।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটি এনআইসিইউতে ৩১ নম্বর বেডে ছিল। সেখান থেকে শিশুটি চুরি হয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শিশুটির বাবা মো. নোমান বলেন, “সকাল ৮টার দিকে আমার শ্বাশুড়ি যখন ওয়ার্ডে গিয়েছিলেন, তখন আমার মেয়ে বেডে ছিল। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড থাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না।
"বেলা ২টার পর ওয়ার্ডে গিয়ে বেডে আমার সন্তানকে না দেখে দায়িত্বরত নার্সদের জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারেনি।"
শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ নোমানের।