খামার দেখে ফেরার সময়ে নৌকা উল্টে খালের পানিতে পড়ে খামারি সাহেদ হোসেন বাবু নিখোঁজ ছিলেন সোমবার থেকে।
Published : 09 Aug 2023, 02:13 PM
চট্টগ্রামের রাউজানে হালদা নদীর শাখা খালে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে রাউজানের নোয়াপাড়া ছায়ারচড় এলাকায় হালদার একটি শাখা খালে থেকে নিখোঁজ সাহেদ হোসেন বাবুর লাশ উদ্ধার করা হয় বলে নৌ পুলিশের হালদা ফাঁড়ির এসআই মাহফুজুল হাসান জানান।
বাবু পেশায় খামারি ছিলেন, রাউজানের উরকিরচরে তার গরু ও মুরগির খামার আছে। ওই খামার দেখে ফেরার সময়ে নৌকা উল্টে খালের পানিতে পড়ে তিনি নিখোঁজ ছিলেন সোমবার থেকে।
এসআই হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হালদা নদীর একটি শাখা খাল পেরিয়ে তবে বাবুর খামারে যেতে হয়। বৃষ্টিতে কারণে খামারে পানি উঠে যায়। সোমবার সন্ধ্যায় সাহেদ আরও তিন জনকে নিয়ে খামারের অবস্থা দেখতে যান।
“ফিরে আসার সময় তিনি নৌকা থেকে উল্টে পড়ে যান। বাবুর সঙ্গের লোকজন সাঁতরে পাড়ে উঠে গেলেও সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান।“
বাবু নিখোঁজ হওয়ার পর থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেছিল। পরে স্থানীয়রা খালের পানিতে বাবুর লাশ দেখে পুলিশে খবর দেয়।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সবচেয়ে দুর্দশায় পড়েছেন পার্বত্য অঞ্চলসহ চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার মানুষ।
গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও এলাকায় দেয়াল ধসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়, সোমবার লোহাগাড়ায় বানের পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্র এবং হাটহাজারীতে পানিতে পড়ে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রীর। আর রাউজান থেকে উদ্ধার হয় নিখোঁজ খামারীর লাশ।
চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে দক্ষিণের সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া ও আনোয়ারা এবং উত্তরের রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির পানিতে তলিয়ে যাওয়া এলাকার পরিমাণ বেশি।
রাঙ্গুনিয়ার শস্যভাণ্ডার হিসেবে খ্যাত গুমাই বিলসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন অংশের কৃষি জমি, সবজি খেত, হাঁস-মুরগি-গরুর খামার তলিয়ে গেছে।