৮ হাজার ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের ১০ বছর সাজা

পাঁচ বছর আগে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে পলাতক হন তিনি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 02:52 PM
Updated : 16 May 2023, 02:52 PM

চট্টগ্রামে পাঁচ বছর আগে আট হাজার ইয়াবাসহ গ্রেপ্তার এক রোহিঙ্গাকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত।

মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই সাজা দেন; দণ্ডিত মো. ফয়েজ ‍উল্লাহ ওরফে ফয়েজ (৩০) জামিনে বের হয়ে পলাতক হন বলে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান।

ফয়েজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলম ওরফে আজিজুল হকের ছেলে।

ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত; জরিমানা না দিলে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটের সামনে থেকে আট হাজার ইয়াবাসহ ফয়েজকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক মো. নজরুল ইসলাম মামলা করেন। একই ওই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়; ২০২০ সালের ১ ডিসেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়েছে।