সোমবার বিকালে উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
Published : 25 Mar 2024, 05:54 PM
চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পুড়ে মারা গেছেন অটোরিকশার একজন চালক।
সোমবার বিকালে উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সবুর আলী (৩৭), সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায় তার বাড়ি।
চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিল না।
ওসি বলেন, “প্রাথমিকভাবে জেনেছি একটি বালুর ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আমরা একটি ট্রাকের নম্বর পেয়েছি। তবে কোনো ট্রাক ঘটনাস্থলে পাওয়া যায়নি।”
চন্দনাইশ ফায়ার স্টেশনের ওয়্যার হাউস পরিদর্শক আরিফুজ্জামান শেখ বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমরা গিয়ে সেটি নির্বাপন করি।
“অটোরিকশা থেকে পুড়ে অঙ্গার হওয়া চালকের লাশ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।”