ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় আগুনে বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে, তাতে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকার নজরুল কলোনিতে এই ঘটনা ঘটে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান।
নিহত হাছিনা বেগম (৫৫) ওই কলোনির জাকির হোসেনোর স্ত্রী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কালুরঘাট ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
“আগুনে কলোনির ১৫ থেকে ২০টির মত এক কক্ষ বিশিষ্ট ঘর পুড়ে গেছে। পরে একটি ঘর থেকে হাছিনা বেগমের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।